ফরিদপুরে ভাঙন ঠেকাও দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে শত শত মানুষ বাড়িঘর ও ফসলী জমি হারিয়েছে বলে ভাঙন ঠেকাও দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন করা হয়।
এ সময় বালু উত্তোলনে বাধা দেওয়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সবুজ শেখের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যুদের গ্রেপ্তার ও শান্তির দাবি জানানো হয়।
এতে নদী ভাঙনের শিকার ভুক্তভোগীরা ছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বাদশা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদসহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের আনোয়ার হোসেন আবু, মো. আজম ও মো. আলম শেখ দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর তলির ডিগ্রিরচর ও নথচ্যানেল ইউনিয়নে বালু কেটে আসছে। এতে করে পরিবেশ বিপর্যয় ঘটছে। অনেক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে তারা। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
এদিকে এ ঘটনায় মো. আজম জানান, আমি বৈধভাবে বালুর ব্যবসা করি। অবৈধ কোনো ব্যবসার সাথে আমার সম্পৃক্ততা নেই।
তামিম/ইমন