ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ: রাজবাড়ীর এসপি

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৪
পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা আমার প্রথম কাজ: রাজবাড়ীর এসপি

রাজবাড়ীর নবাগত এসপি মোছা. শামিমা পারভীন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন

রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার (এসপি) মোছা. শামিমা পারভীন বলেছেন, ‘আমার প্রথম কাজ পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে আনা। সেইসঙ্গে এ জেলার প্রতিটি নাগরিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান কাজ।’ 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, ‘গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল, সেই তুলনায় রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ীর জনগণ ও আপনারা যারা আছেন (সাংবাদিকরা), তারা সবাই প্রশাসনের সঙ্গে ছিলেন। এটার কৃতিত্ব আপনাদের ও রাজবাড়ীর জনগণের।’

আরো পড়ুন:

তিনি আরও  বলেন, ‘আপনারা জানেন যে অভ্যুত্থান-পরবর্তী পুলিশের সব কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড মোটামুটি ভেঙে গিয়েছিল। ইনশাল্লাহ নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র-জনতার রক্তেভেজা এ নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি, এ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব প্রত্যেকের। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এ দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন।’

পুলিশ সুপার বলেন, ‘আমি সাধারণ ঘরের মেয়ে। আমার রক্তে মিশে আছে মাটির গন্ধ। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, মুকিত সরকার, মো. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
 

রবিউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়