ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাগমারার সাবেক দুই এমপিসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২৪  
বাগমারার সাবেক দুই এমপিসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও ইঞ্জিনিয়ার এনামুল হকসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে  ১০০ থেকে ১৫০ জনকে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুনছুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনছুর রহমান বাগমারা উপজেলার রামরামা গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে মামলার বাদী মুনছুর রহমান মোটরসাইকেলযোগে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ভবানীগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আসামিরা তার গতিরোধ করেন। এরপর তার ডান পায়ের হাঁটুর ওপরে গুলি করা হয়। গুলিটি মাংস ভেদ করে পায়ের অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়া, আরেকটি গুলি করা হয় মুনছুর রহমানের বাঁ পায়ের হাঁটুর নিচে। এছাড়া লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে ওই সময় মুনছুর রহমানকে এলোপাথাড়ি আঘাত করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এরপর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ আগস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি এ মামলা করলেন।

ওসি জানান, মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়