ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিভিন্ন সময়ে যারা রক্ত দিয়েছেন তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে: হান্নান

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:২২, ১১ সেপ্টেম্বর ২০২৪
বিভিন্ন সময়ে যারা রক্ত দিয়েছেন তাদের সঙ্গে বেইমানি করা হয়েছে: হান্নান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর হান্নান মাসুদ বলেছেন, ‘দেশে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। ২০-এর ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক সানজানা আফিফা অদিতি উপস্থিত ছিলেন। এসময় তারা দেশ পুনর্গঠনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন। 

আবদুর হান্নান মাসুদ বলেন, ‘সবার আগে রাষ্ট্র সংস্কার করে সব জঞ্জাল মুক্ত করতে হবে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ধারন করবে আজকের ছাত্র সমাজ। তারা যেভাবে বুকের রক্ত দিয়ে বিজয় এনেছেন, স্বৈরাচার হটিয়েছেন এবং আগামীতেও কোনো স্বৈরাচার যেন ভর করতে না পারে সে লক্ষ্যে আমাদের সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন ‘আমরা আন্দোলন সংগ্রামের বিনিময়ে ফ্যাসিস্ট হটিয়েছি। নতুন করে ফ্যাসিস্টবাদের দোসর, চাঁদাবাজ, দখলবাজদের স্থান করে দিতে আমরা কী জীবন দিয়েছি...? যারা চাঁদাবাজি, দখলদারিত্ব ও লুটতরাজ করছে তারা ২৪-এর ছাত্র-জনতার শত্রু। আমরা বাংলাদেশের সব অপরাজনীতির অবসান চাই।’ 

এর আগে, সকাল ৯ টার দিকে ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন সমন্বয়করা। আজ সন্ধ্যা ৭টায় পটুয়াখালী জেলায় আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়