ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে পাচারকালে ৭ মণ ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৯, ১১ সেপ্টেম্বর ২০২৪
ভারতে পাচারকালে ৭ মণ ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় সাত মণ (২৭৫ কেজি) ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী নামক সীমান্ত এলাকা থেকে মাছের এই চালন জব্দ হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। এসময় ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

আরো পড়ুন:

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। আজ অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ কাস্টমসে জমা করা হবে।

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়