ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ছাত্র আন্দোলনে তাইম হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে তাইম হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

শিক্ষার্থীদের অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক থেকে নয়াবাড়ী পর্যন্ত চট্টগ্রামগামী রাস্তায় প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৪টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান তাইম মারা যান। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা এ হত্যার সুষ্ঠু বিচার চান।

আরো পড়ুন:

নিহত তাইম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

সড়ক অবরোধের ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে জরুরি কাজে বের হয়ে আটকে যান।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দোষীদের গ্রেপ্তারের আশ্বাসে শিক্ষার্থীদের ৪টার দিকে তাদের অবরোধ তুলে নেয়। 
 

অনিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়