ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৪
কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নতুন কাউকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

কাঞ্চন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়