ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪  
মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। 

রুহুল আমিন দুলাল পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদে পিরোজপুর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।

এ দিকে রুহুল আমীন দুলালকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে ওই রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মঠবাড়িয়া শহরে ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করে। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র  যুগ্ম  মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়কের পদ ও দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ  সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমীন দুলালকে দলীয় পদ থেকে বহিষ্কারের খবর মঠবাড়িয়া পৌঁছলে ওই রাতেই দলের নেতা-কর্মীরাসহ  স্থানীয়রা প্রতিবাদ মিছিল করেন। এমন কি উপজেলার শাপলেজা, ধানিসাফা ও আমড়াগাছিয়া ইউনিয়নেও বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়রা প্রতিবাদ মিছিল করেন। এমন কি আজ শুক্রবার এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালনের কর্মসূচী পালন করবে মঠবাড়িয়া বিএনপির নেতৃকর্মী।

স্থানীয় বিএনপির একাধীক নেতাকর্মী  বলেন, রুহুল আমীন দুলাল দলের একজন নিবেদিত নেতা। তিনি গত আওয়ামী লীগের শাসন আমলে সরকারি দলের রোষানলে পড়ে বিভিন্ন সময় হামলার শিকারসহ এক ডজনেরও বেশি মামলার আসামি হয়েছেন।

দলীয় পদ থেকে বহিস্কারের বিষয় রুহুল আমীন দুলাল বলেন, তার বিরুদ্ধে একটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এর প্রতিবাদ দিতে ওই পত্রিকা অফিসে গেলে তারা আমার বিরুদ্ধে হুমকির অভিযোগ করেন। কোন হুমকি দিলে তা সিসিটিভি ফুটেজে থাকবে। কিন্তু ওই ভিডিও সংবাদে তা দেখাতে পারেনি।

অভিযোগ রয়েছে, মঠবাড়িয়া উপজেলাব্যাপি দখল ও চাঁদাবাজি নিয়ে প্রতিবেদন করায় গত রোববার সন্ধ্যার পর রাজধানীর শেওড়াপাড়ায় অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারে গিয়ে হুমকি দেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল। এছাড়া ওইদিন বিকেলে দলবল নিয়ে কারওয়ান বাজারে দৈনিক মানবজমিনের অফিসেও যায় দুলাল ও তার এই সঙ্গীরা। সেখানেও তারা গণমাধ্যমের কর্মীদের সঙ্গে ঔদ্ধত্বপূর্ণ আচরণ করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর  মঠবাড়িয়ায় আওয়ামী লীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা ভাঙচুর হয়। দুলালের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে হামলাকারীদের মদদ ও খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহম্মেদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছে দলের একটি গ্রুপ। 

তাওহিদুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়