ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪
বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে মো. রিয়াদ (১৫) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। 

রিয়াদ কৈচর মধ্যপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও শহরের একটি ছাপাখানার শ্রমিক ছিলো।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বিকেলে কৈচর মাদ্রাসা মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রিয়াদ প্রতিপ‌ক্ষের ছুরিকাঘাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ। 

রিয়াদের কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। 

বিষয়‌টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ফুটবল খেলা নিয়ে ছু‌রিকাঘা‌তে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কেউ আটক নেই। ঘটনা বিস্তারিত জানার জন্য চেষ্টা করছে পুলিশ।

এনাম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়