ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, আহত ১০
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভাঙ্গায় সেতুর রেলিংয়ের আটকে যাওয়া বাস।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবলা তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেকেরহাট এলাকা থেকে নিলাম পরিবহনের একটি বাস ফরিদপুরে আসার পথে বাবলা তলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর কয়েকজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান জানান, অল্পের জন্য বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তামিম/ইমন