ঢেউয়ের তোড়ে জাহাজ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালীর হাতিয়ায় লাইটার জাহাজ থেকে নদীতে পড়ে রাকিব হোসেন (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ভাসানচর এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ রাকিব হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। তিনি এফবি সানি-৫ নামের একটি জাহাজে খালাসি হিসেবে কর্মরত ছিলেন।
জাহাজের কোয়াটার মাস্টার মামুন জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে গম নিয়ে ঢাকা যাচ্ছিল। ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়ি। এ সময় রাকিব জাহাজের কিনারা ঘেঁষে হাঁটছিলেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে মেঘনা নদীতে পড়ে যান তিনি। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, নিখোঁজ রাকিবের সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে ভাসানচর কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়েছে।
সুজন/কেআই