ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে, অন্য রুটে চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর মো. বশির। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলসহ দেশে চলমান বৈরি আবহাওয়া ও অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর সংকেত এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ছাড়াও নদীতে প্রচণ্ড ঢেউ বিদ্যমান রয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
 

আরো পড়ুন:

অমরেশ/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়