ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
কুষ্টিয়ায় সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিকে দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্র রাব্বি হোসেন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শনিবার (১৪ সেপ্টেম্বর) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে নিজ এলাকায় দুই পক্ষ পিকনিক করছিল। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে এক পক্ষের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ হয়। এসময় কলেজ ছাত্র রাব্বি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাব্বিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার পরদিন থানায় সাত জনের নামে মামলা করেন রাব্বির পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার রাতে রাব্বি মারা যায়। হামলার ঘটনায় 

আরো পড়ুন:

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‌‘শুনেছি আহত ছেলেটি শুক্রবার রাতে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়