ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আবারও খুললো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আবারও খুললো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধ। ফাইল ফটো

গত কয়েক দিনের বৃষ্টি ও উজান হতে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করেছে। এ করণে শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবারও খুলে দেওয়া হয়েছে। জলকপাটগুলো ৬ ইঞ্চি খুলে হ্রদ থেকে পানি নিষ্কাশন করা হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ১০৮.৫৫ ফুট মীন সি লেভেল। পানি বিপৎসীমায় থাকায় জলকপাটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে। 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সকাল ৮টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেয় কর্তৃপক্ষ। পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর ১৬টি জলকপাট বন্ধ করে দেয় পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিজয়/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়