ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

জিন্নাহর মৃত্যুবার্ষিকী আয়োজনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
জিন্নাহর মৃত্যুবার্ষিকী আয়োজনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল

ঢাকায় জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী আয়োজনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে খুলনার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট), নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি এবং সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীরা। মিছিল শেষে নগরীর শিববাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে শোকসভার আয়োজন করা হয়। যা সাধারণ শিক্ষার্থীদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা সবার উদ্দেশ্যে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, ৫২ এবং ৭১-এর চেতনাকে ধ্বংস করার জন্য আমরা ২৪-এর গণ-অভ্যুত্থান করিনি। আমরা ছাত্র-জনতা ২৪-এর গণ-অভ্যুত্থান করেছি, রাষ্ট্র থেকে সমস্ত বৈষম্যকে উৎপাটনের জন্য। স্বাধীন দেশে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন মানে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, গত বুধবার জাতীয় প্রেসক্লাবে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়