ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

পাহাড় ধস

ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোড

টানা বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোড ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ের মাটি ধসে ৬ নম্বর ব্রিজের কাছে সড়কের অর্ধেকাংশ চাপা পড়ে আছে। ফলে বাকি অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার এতথ্য জানান। 

আসাদ বিন আনোয়ার জানান, টানা বৃষ্টির কারণে আজ সকালের দিকে লিংক রোডের একাংশে পাহাড় ধসে পড়ে। সিডিএ’র কর্মীরা সড়ক থেকে মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করছেন। 

আরো পড়ুন:

এদিকে, চট্টগ্রাম মহানগরী ও জেলায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় চট্টগ্রামে তেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম জানান, চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়