ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ছাগল খেয়েছে লাউ গাছ: দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ছাগল খেয়েছে লাউ গাছ: দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

সংঘর্ষে আহত কয়েকজন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাগলে লাউ গাছ খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর।
 
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী এলাকায় সংঘর্ষ হয়। রাতেই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুই জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আহতরা হলেন, লিটন (৪০), রিপন (৩৭), স্বপন (৩৫), মোহন (৩৩), রাসেল (৩২), আলী হোসেন (৩৩), রোকসানা (২৮), পলাশ (৪০), আকাশ (২৮), শ্রাবণ (১৭), দীনা (৩৬), সিরাতুন্নেছা (৬০), আল আমীন (৩২), মোহন (১৬), রিয়া (২০), রেশমা (১৫), সাবানা (৬০), আছমা (৩০), রাতুল (১৫), কবির (৩৫), মাইনুদ্দিন (৩৩), মোহন (৩৫), পলাশ (১৪) ও আল আমীন (৩৩)। তাদের মধ্যে গুরুতর আহত লিটন ও রিপনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
পুলিশ পরিদর্শক নয়ন কুমার কর বলেন, দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

আহত মোহন বলেন, ‘প্রতিবেশী শিবার ছাগল প্রায় সময় ফসল খেয়ে ফেলত। শুক্রবারও খেতের লাউ গাছ খায়। এ নিয়ে স্বপনের সঙ্গে শিবার কথা-কাটাকাটি হয়। ওই ক্ষোভে রাত সাড়ে ৮টার দিকে শিবা শতাধিক সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে। এ সময় শিবার ভাড়া করা লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে নারী-শিশুসহ কমপক্ষে ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিনা জানান, রাতে পাইটালবাড়ী গ্রামে সংঘর্ষে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
 

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়