ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ইনানী সৈকতে ভেসে এলো আরও ২ মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ইনানী সৈকতে ভেসে এলো আরও ২ মরদেহ 

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে ভেসে এসেছে আরও দুই জেলের মরদেহ। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকতে মরদেহ দুটি ভেসে আসে। 

মৃতদের মধ্যে মোহাম্মদ আব্দুল করিম (৩৫) গতকাল শুক্রবার বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এসবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারের জেলে। অপরজন একই ট্রলারের। তবে নতুন হওয়ায় তার নাম-ঠিকানা জানাতে পারেননি ট্রলার মালিক আবুল বশর।  

ডুবে যাওয়া ট্রলারের মালিক আবুল বশর বলেন, ‘আমার মালিকানাধীন এসবি আব্দুল ছামাদ সাহা মাছ ধরার ট্রলারটি গতকাল ১১ জন মাঝি-মাল্লা নিয়ে ইনানী পয়েন্টে ডুবে যায়। ৯ জেলে উদ্ধার হলেও দুই জন নিখোঁজ ছিলেন। আজ দুপুর ২টার দিকে দুই জেলের মরদেহ ভেসে আসে সৈকতে।’

আরো পড়ুন:

ইনানী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘সৈকতে দুটি মরদেহ ভেসে এসেছে এমন সংবাদে ঘটনাস্থলে আসি। মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ঝড়ের কবলে গতকাল ডুবে যাওয়া ট্রলারের জেলে তারা।’

আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারডুবি: আরও ২ জেলের মরদেহ উদ্ধার

স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর ১টার দিকে ভেসে আসা মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মৃতরা গতকাল শুক্রবার বৈরী আবহাওয়ায় সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে।’ 

তারেকুর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়