ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাঈমের পরিবারের পাশে ডিসি

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:০৮, ২১ নভেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাঈমের পরিবারের পাশে ডিসি

নিহত রেজওনালুল ইসলাম নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পোশাকশিল্পের কর্মী রেজওয়ানুল ইসলাম নাঈমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি)। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডীতে নাঈমের কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

এ সময় জেলা পুলিশ সুপার মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডলসহ ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নিহত নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। 

আরো পড়ুন:

নিহত রেজওনালুল ইসলাম নাঈম গত ৪ আগস্ট বিকেলে ঢাকার বাইপেলে শিমুলতলী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে কিশোরগঞ্জের রনচন্ডীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সিথুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়