বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট চালু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তক তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট আবারও চালু হয়েছে। নতুন ওয়েলপাম্প স্থাপন করে ইউনিটটি চালু করেছে কর্তৃপক্ষ। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়েলপাম্প নষ্ট হওয়ার কারণে উৎপাদন বন্ধ হয় যায় এই ইউনিটে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা ভিত্তক তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও এখান থেকে দৈনিক ২০০-২২০ মেগোওয়াট বিদুৎ উৎপাদন হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘২০২০ সালের নভেম্বর মাস থেকে ১২৫ মেগোওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। চায়না থেকে নতুন ওয়েলপাম্প এনে স্থাপন করে আজ রোববার দুপুর থেকে ২৭৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। যা থেকে ২০০-২২০ মেগোওয়াট বিদুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সংস্কার কাজ শেষে গত ১২ সেপ্টেম্বর রাত থেকে বিদ্যুৎকেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এ ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও, সেখান থেকে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। বর্তমানে গড়ে দুটি ইউনিট থেকে ২৮৫ মেগওয়াট বিদুৎ এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আশা করা হচ্ছে, এর ফলে দেশের উত্তরঞ্চলের লোডশেডিং অনেক কমে আসবে।’
মোসলেম/মাসুদ