ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

পদ্মার ভাঙন প্রতিরোধের দাবি জানিয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন মিরপুর উপজেলার বাসিন্দারা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টির মধ্যেই তারা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা বলেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, বহলবাড়িয়া ও সাহেবনগরসহ আশপাশের এলাকায় ইতোমধ্যেই কয়েক’ শ বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন কবলিত বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে।

আরো পড়ুন:

নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের অবহেলার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তারা বলেন, নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী  মহাসড়ক। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি যেকোনো মুহুর্তে বিলীন হতে পারে নদীগর্ভে।

সাহেবনগর নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মেহেদী হাসান অপু বলেন, ‌‘গত তিন বছর ধরে নদীগর্ভে শত শত একর জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে জাতীয় গ্রিডের ছয়টি বিদ্যুৎ সঞ্চালনের টাওয়ারসহ বসতবাড়ি, শতবর্ষী স্কুল-কলেজ হুমকির মুখে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক থেকে নদী মাত্র ৫০ মিটার দূরে রয়েছে। সড়কটি যেকোনো সময় ভাঙনের কবলে পড়বে। এলাকার ভাঙনরোধে সরকারিভাবে ১ হাজার ৪৭২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও চলতি মৌসুমে নদীতে জিও ব্যাগ ফেলার কাজও করেনি পানি উন্নয়ন বোর্ড। দ্রুত প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।’

বিক্ষোভকারীদের পক্ষে নদী ভাঙন প্রতিরোধ কমিটির নেতারা কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের সাথে কথা বলেন। পরে রাশিদুর রহমান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘সাহেবনগর বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হবে।’

রাশিদুর রহমান বলেন, ‘যেহেতু নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে, সেহেতু ভাঙনটা তীব্র হচ্ছে।’

কাঞ্চন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়