যমুনার তীর রক্ষা বাঁধে ধস, ৭০ মিটার নদীগর্ভে বিলীন
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ করছেন সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকায় যমুনা নদীর পুরাতন তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন নিয়ন্ত্রণে সেখানে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন।
এর আগে, আজ সন্ধ্যার আগে উপজেলার মেঘাই পুরাতন বাঁধ এলাকায় ভাঙন দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
মেঘাই ঘাট এলাকার বাসিন্দা শামীমুর রহমান বলেন, প্রবল স্রোতের কারণে বাঁধের বোল্ডারগুলো খসে পড়তে শুরু করে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ এমন ভাঙন দেখা দেওয়ায় অনেক মানুষ নদীর পাড়ে ভিড় জমান। তারা দ্রুত বাঁধ মেরামতের দাবিও জানিয়েছেন।
স্থানীয় কৃষক কুরমান আলী বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। অনেক স্থানে ফসলি জমিও ভেঙে গেছে। ভাঙনের সময় শুধু জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। ভাঙন অব্যাহত থাকলে এলাকার অনেকেই ভিটাহারা হবেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, যমুনার পানি বিপৎসীমার অনেক নিচে থাকার পরও প্রবল স্রোত তৈরি হয়ে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছিল। বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধসে গেছে। খবর পেয়ে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও ভাঙন মেরামত কাজে অংশ নেয়। কাজটি সেনা সদস্যরা তদারকি করছেন। আশা করছি, সেখানে আর ভাঙার সম্ভাবনা নেই। শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশ পুরোপুরি মেরামত করা হবে।
অদিত্য/মাসুদ