ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মিঠাপুকুরে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
মিঠাপুকুরে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার 

হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চাঞ্চল্যকর খুন ও মোটরসাইকেল চুরি মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। 

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার বলেন, গত ০৯ সেপ্টেম্বর বিকেলে মিঠাপুকুর উপজেলার অভিরাম সমি গ্রামের কলম উদ্দিনের ছেলে মোকতারুল ইসলাম (২৬) মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মোকতারুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের মা কল্পনা বেগম বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বরে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। এ হত্যার পরিকল্পনাকারী মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে তহিদুল ইসলাম (৩৬) এবং একই এলাকার মিজানুর রহমানের ছেলে আল আমিন মিয়া (৩৭) কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, সুদের টাকার লেনদেনের বিরোধিতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

আরো পড়ুন:

আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
 

আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়