ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বান্দরবানে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
বান্দরবানে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

বান্দরবানে লামায় ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা মামলার রায় ঘোষণা করেন। নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিংথুয়াই  মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী গ্রামের মৃত রতন খানের ছেলে।

আরো পড়ুন:

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল দুপুরের দিকে ভুক্তভোগীকে মুদি দোকানে শ্যাম্পু কিনতে পাঠান তার নানি। সেখান থেকে এসে গোসল করতে যায় শিশুটি। তাকে একা পেয়ে হারুন মুখ চেপে ধর্ষণ করেন। বিষয়টি এলাকার জনপ্রতিনিধিদের জানানো হলে থানায় মামলা করার পরামর্শ দেন তারা। অভিযোগ প্রমাণিত হওয়াই আসামি হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

অ্যাডভোকেট বাসিংথুয়াই  মারমা জানান, ঘটনাটির সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে এক লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়