ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাজশাহীতে নিজ বাড়ি থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহীতে নিজ বাড়ি থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহীর শাহমখদুম থানাধীন রায়পাড়া মহল্লার নিজ বাড়ি থেকে শ্রী রানী (৫০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রী রানী ওই মহল্লার মৃত অজয়ের স্ত্রী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রানীর আপন বলতে কেউ ছিল না। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার দিবাগত রাতের কোন এক সময় তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে প্রতিবেশীরা ঘরের মেঝেতে রানীর মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়।

আরো পড়ুন:

সাবিনা ইয়াসমিন বলেন, সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

কেয়া/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়