ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর শিরোইল কলোনীর বায়তুল মামুর জামে মসজিদ থেকে ধর্মীয় শোভাযাত্রাটি বের হয়। রাজশাহী মহানগর গাউছিয়া কমিটি এ আয়োজন করে।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দরগাপাড়ায় হযরত শাহ্মখদুম রূপস (র.) এর মাজারে গিয়ে শেষ হয়। সেখানে হযরত শাহ্মখদুম রূপস (র.) এর মাজারে চাদরপুসি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।

এ সময় সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আতাউল মোস্তাফা কাদেরী।

শোভাযাত্রা শেষে শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদে ফিরে মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।

এছাড়া, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে ফজরের পর থেকে নগরীর মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

কেয়া/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়