ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বেরোবিতে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪
বেরোবিতে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনের নেতৃত্ব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এসএম আশিক ও জয়। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা।

বেরোবি শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম ও আবু সাঈদ লিয়ন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহিদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়। অথচ উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়টি আজ অভিভাবকহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। দফায় দফায় আল্টিমেটাম দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। অবিলম্বে উপাচার্য নিয়োগ না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আমিরুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়