ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কবরস্থান থেকে রিভলভার ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
কবরস্থান থেকে রিভলভার ও গুলি উদ্ধার

সিরাজগঞ্জের একটি কবরস্থান থেকে রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে মালশাপাড়া কবরস্থানে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

ওসি হুমায়ুন কবির জানান, আজ বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের মালশাপাড়া কবরস্থানে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে অভিযান চালানো হয়। অভিযানকালে কবরস্থানের অভ্যন্তরের রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। শপিং ব্যাগটি তল্লাশি করা হলে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

অভিযান চলাকালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল, এসআই সাইফুল ইসলাম-২, এসআই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এর আগে, গত ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার বেজগাতি এলাকায় নির্মাণাধীন একটি মসজিদের সিড়ির নিচ থেকে দুটি আত্যাধুনিক শটগান উদ্ধার করে পুলিশ।   

অদিত্য/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়