আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে মোছা. রোকেয়া বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার জিরাবো এলাকায় ম্যাসকট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোছা. রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বলেন, সকাল পৌনে ৯টার দিকে ম্যাসকট ও রেডিয়েন্স গার্মেন্টসের দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছে। মরদেহ জিরাবোর পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে আজ (মঙ্গলবার) কোথাও কোনো সড়ক অবরোধ নেই বলে জানান তিনি।
সাব্বির/টিপু