ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মেঘনায় নিখোঁজ সহোদরের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
মেঘনায় নিখোঁজ সহোদরের মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিখোঁজের তিন দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনা নদীর নিমতলী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। গত রোববার থেকে তারা নিখোঁজ ছিলেন।

মারা যাওয়া দুই ভাই হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো. এরশাদ (৩৬) ও তার ছোট ভাই মো. হক সাব (৩৪)। তারা পেশায় জেলে ছিলেন। 

স্থানীয়রা জানান, গত রোববার বৈরী আবাহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ হন দুই ভাই। তাদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে সন্ধান চালাচ্ছিলেন। আজ ভাসমান অবস্থায় হক সাবের মরদেহটি দেখতে পান তারা। জেলেরা মরদেহ উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসেন। পরে বিকেলে তার বড় ভাই মো. এরশাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।  

আরো পড়ুন:

হাতিয়া উপজেলার ইউএনও (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে দুই ভাই নিখোঁজ হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। 

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়