ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বহুতল ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নাইলা ইয়াসমিন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ব্যাপারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ১৭ সেপ্টেম্বর থেকে নামে-বেনামে সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হলো।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

২০২১ সালে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়ায় বর্তমানে শহরের গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একটি বহুতল ভবনে এ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
 

রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়