ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: সালাউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: সালাউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ছিনিয়ে এনেছে। গণতন্ত্র, এই নতুন স্বাধীনতা, এই বিজয়কে যদি আপনারা অর্থবহ করতে চান, তাহলে ধৈর্য ধরতে হবে। আন্দোলন জারি রাখতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, সংসদ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখব।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের আলমাস মোড়ে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথ বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেকেই। এরমধ্যে ১ হাজার ৭০০ নেতাকর্মী হলেন বিএনপির।’ 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘১৭ বছর নির্যাতনের পরও বিএনপিকে স্তব্ধ করতে পারেনি। বিএনপি নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের কেউ যেন আশ্রয় না পায়। আওয়ামী লীগের নেতাদের অনেক টাকা। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

দুপুর দুইটার দিকে শুরু হওয়া সমাবেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নগর ও জেলার হাজারো নেতাকর্মী অংশ নেন। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন, গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  মাহবুবের রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক  শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দীন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার প্রমুখ।

সমাবেশের পর একটি শোভাযাত্রা বের হয়। সেটি কাজীর দেউড়ি, লাভ লেন, জুবিলি রোড, নিউমার্কেট, কোতোয়ালি হয়ে লালদীঘি পাড়ে গিয়ে শেষ হয়।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়