ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বরগুনায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
বরগুনায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার 

উদ্ধার হওয়া অজগর সাপ

বরগুনার পাথরঘাটা পৌরসভার খালের পাড় এলাকা থেকে ১০ ফুট লম্বা ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পাথরঘাটা বন বিভাগ সাপটি উদ্ধার করে।

পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজের পিছনের খালের পাড় এলাকার খান বাড়িতে সালমা আক্তার নামের এক মেয়ে যাচ্ছিলেন। জালে পেচানো আজগর সাপটি সালমাকে দেখতে পেয়ে ফোঁস ফোঁস করে শব্দ করলে ওই মেয়ে সাপটি দেখে ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়ির মধ্যে যায়। পরে বন বিভাগকে জানালে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। 

বন বিভাগের উদ্ধারকর্মী চিন্ময় মজুমদার বলেন, উদ্ধার করা সাপটি বার্মিজ অজগর, যা নির্বিষ। অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি। এর আগেও এই এলাকায় বিভিন্ন জায়গায় এ ধরনের অজগর সাপ উদ্ধার করা হয়।  

আরো পড়ুন:

পাথরঘাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা রোকনুজ্জামান খান রাইজিংবিডি-কে বলেন, সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার (১৮ সেপ্টেম্বর) হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়