ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শেরপুরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
শেরপুরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

শেরপুরে মরিচ ক্ষেতের জালে আটকা পড়া ৮ ফুট লম্বার অজগর উদ্ধার করেছে বন বিভাগ। জেলার নালিতাবাড়ি উপজেলার হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়। অজগরটির ওজন প্রায় ৯ কেজি। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাপটিকে উদ্ধার করে সন্ধ্যায় বনের মধ্যে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, পাহাড় থেকে নদীর পানিতে ভেসে আসতে পারে সাপটি।

স্থানীয়রা জানান, স্থানীয় দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যাচ্ছিলেন। মরিচ ক্ষেতের আইলে সুতার জালে পেঁচানো অবস্থায় তারা অজগর সাপটিকে আটকে থাকতে দেখেন। 
পরে তারা নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন। খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের কর্মকর্তাকে জানালে বন বিভাগের লোকজন বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আটকে থাকা সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।’

তারিকুল ইসলাম/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়