ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪
গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সতীশ রায় ঠাকুর নামে (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার মহিষতুলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সতীশ রায় ঠাকুর ওই গ্রামের বাসিন্দা। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে সতীশ রায় ঠাকুর ঠেকাতে যান। সে সময় পেছন থেকে তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সতীশ মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

বাদল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়