ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে আইন বিষয়ক প্রশিক্ষণ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪  
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে আইন বিষয়ক প্রশিক্ষণ 

গাজীপুরের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম ইমাম রাজী টুলু। 

এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে তাসনিম ঊর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-ই-এলাহী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীবসহ অনেকে।

এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রফিক/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়