ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়া ও হামলাকারী বাকলিয়ার যুবলীগ নেতা মো. সাদ্দামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের র‍্যাব- ৭ এর গণমাধ্যম শাখা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরীফ-উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় কথিত যুবলীগ নেতা  মো. সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ

পাঠকপ্রিয়