ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৪
বগুড়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে গণপিটুনিতে আসিফ প্রামাণিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গরু চোর সন্দেহে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। আসিফ একই উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে শুবলী দক্ষিনপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এই খবর ছড়িয়ে পড়লে চোরের দলকে ধাওয়া করে এলাকাবাসী। এ সময় চুরি করতে আসা ৪ জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন বলেন, গণপিটুনিতে নিহত আসিফ প্রামাণিকের নামে এর আগে গরু চুরির মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনাম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়