ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ডামি ফুয়েল লোডিং শুরু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৪
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ডামি ফুয়েল লোডিং শুরু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েল লোডিংয়ের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শুরু হওয়া এ কার্যক্রম প্রায় দুই সপ্তাহ চলবে।

বিদ্যুত কেন্দ্রের প্রকৌশল শাখা বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়েছে, ১৬৩টি ডামি ফুয়েল এসেম্বলী এবং ১১৫টি কনট্রোল এন্ড প্রোটেকশন সিস্টেমে ডামি ফুয়েল রড লোড করা হবে। ডামি ফুয়েলের সাহায্যে রিয়্যাক্টরের সব প্যারামিটার যাচাই নিশ্চিত হবার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। এর মাধ্যমে কেন্দ্রটি বিদ্যুত উৎপাদনে এক ধাপ এগিয়ে গেল। গুরুত্বপূর্ণ এ কার্যক্রমে বিশেষজ্ঞরা অংশ নেন।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে দুটি বিদ্যুৎ ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম প্রকৌশল শাখা কেন্দ্রের ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়