ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

টাঙ্গাইলের মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪  
টাঙ্গাইলের মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে। বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে সাধারণ সম্পাদক দীপ্ত সাহা বলেন, ‘দুর্গা পূজা উপলক্ষে প্রতিমাগুলো নির্মাণ করা হচ্ছিল। আগের দিন মঙ্গলবার প্রতিমাগুলোতে মাটির কাজ করা হয়। রাতের কোনো এক সময় মন্দিরে প্রবেশ করে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ সকালে মন্দিরে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন প্রতিমাগুলো ভাঙা। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি।’ 

তিনি আরও বলেন, ‘গত ১৯ বছর ধরে মন্দিরের আঙ্গিনায় দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এবারই প্রথম মন্দিরের প্রতিমা ভাঙচুর কলো। পূজা আয়োজন নিয়ে শঙ্কিত আমরা। আজকে (বুধবার) রাত থেকে মন্দির পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না হয় এজন্য মন্দিরে পাহারার ব্যবস্থা করেছি।’

উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। করাতিপাড়ার মন্দিরে কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমাগুলোতে কেবল মাটির কাজ করা হয়েছে। প্রশাসনের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। মন্দিরে মূর্তিগুলোর কাজ চলমান। এরমধ্যে কয়েকটি মূর্তির বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।’

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়