ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ফরিদপুরে বাসের সহকারীকে হত্যা: ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ফরিদপুরে বাসের সহকারীকে হত্যা: ৫ জনের যাবজ্জীবন

সাজাপ্রাপ্ত ছয় আসামি

ফরিদপুরে মিনিবাস ছিনতাই করতে এসে চালকের সহকারী সাদ্দাম শেখ (২১) কে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই অপরাধে আরেক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত পিপি মো. সানোয়ার হোসেন বলেন, হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

হত্যার শিকার হওয়া সাদ্দাম শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের বাসিন্দা আতিয়ার শেখের ছেলে। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা মো. জনি মোল্লা (২৯), সুফী আব্দুল বারী সড়ক এলাকার মো. মেহেদী আবু কাউসার (২৪), রথখোলা রবিদাসপল্লীর রাজেস রবিদাস (২৮), গোয়ালচামট ২নং সড়ক এলাকার রবিন মোল্লা (২৪) ও সালথা উপজেলার রসুলপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৫)। পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামি ফরিদপুর শহরতলীর বদরপুর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পাঠান (৩৬)। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা না প্রমাণ হওয়ায় অপর আসামি নগরকান্দা উপজেলার পূর্ব সদরবেড়া এলাকার বাসিন্দা হাফিজুল ব্যাপারী (২৩) কে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর রাতে ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার আব্দুল করিম মিয়া সড়কের বাসিন্দা মো. জয়নাল আবেদীন (৭১) এর মালিকানাধীন নুপুর পরিবহনের একটি বাস শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। বাসটি ফরিদপুর-খুলনা রুটে চলাচল করত। ওইরাতে বাসটিতে চালকের সহকারী সাদ্দাম শেখ বাসের ভেতর ঘুমিয়ে ছিল। আসামিরা বাসটি ছিনতাই করে নিয়ে যায়। পর দিন সকালে ভাঙ্গা গোলচত্বরে দুটি চাকা খোয়া যাওয়া অবস্থায় বাসটি পাওয়া যায়। বাসের ভেতরে চালকের সহকারী সাদ্দামের হাত-পা-মুখ বাধা মরদেহ পড়ে ছিল।

তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়