ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত ৫ আগস্টের পর হতে কুষ্টিয়া জেলায় যুবদলের কার্যক্রমে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কুষ্টিয়া জেলা যুবদলের এমন নানা কার্যক্রম কেন্দ্রীয় কার্যালয় অবহিত হওয়ার পর কমিটি বিলুপ্ত ও সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করেন।

কাঞ্চন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়