ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বিজয়নগরে ১২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
বিজয়নগরে ১২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর কামালমোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের কামালমোড়া গ্রামের মৃত মুলু হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) এবং একই ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে অন্তর (২৩)।

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যের ১১ হাজার ৮৭৫ পিস ভারতীয় ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি এবং উদ্ধার হওয়া ইয়াবা বিজয়নগর থানায় জমা করা হয়েছে।
 

আরো পড়ুন:

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়