আবু সাঈদের গুলিবিদ্ধের স্থান পরিদর্শন পিবিআই-এর
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে গুলি করার স্থান পরিদর্শন করেছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই-এর কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকে আবু সাঈদকে গুলি করার স্থান পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।
এ সময় মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘আবু সাঈদ নিহতের ঘটনায় রিমান্ডে নেওয়া দু’জন পুলিশ সদস্যকে অসুস্থতার কারণে জেলহাজতে পাঠানো হয়েছে। এএসআই আমির আলীর বুকে ব্যাথার কারণে হাইকোর্টের নিময় মেনে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলাটি এই সময়ের গুরুত্বপূর্ণ মামলা। তাই অধিক গুরুত্ব দিয়ে মামলার তদন্তকের কাজ চলছে। এছাড়াও মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক-এর গত ১৬ তারিখ কতটুকু দূরত্ব থেকে আবু সাঈদকে গুলি করা হয়েছে ভিডিও ফুটেজের সঙ্গে সেটি মিলিয়ে সরেজমিনেও দেখা হচ্ছে। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও শোনা হবে।’
গণমাধ্যমের প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা জানান, আবু সাঈদ নিহতের ঘটনায় জড়িত বাকি আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হবে।
আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ। ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ইতোমধ্যে দু’জন পুলিশ সদস্যকে আটক করে রিমান্ড শেষে জেলহাজতে রাখা হয়েছে।
আমিরুল/সনি