ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সহায়তা 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সহায়তা 

লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার মজুপুর গ্রামে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১৪০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে দেওয়া হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।

সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা। তিনি বলেন, প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতভিটে হারানো মানুষের মাঝে ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সেনা সদস্যদের একদিনের বেতনের টাকায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়