ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:২১, ২০ সেপ্টেম্বর ২০২৪
রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। একারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাহাড়িদের একটি দল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বনরুপায় এলে পুরো শহরে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে তৈরি হয় আতঙ্ক। এ সময় বনরুপা বাজারে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘দুপুর ১ টায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।’

শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ-সেনাবাহিনী-বিজিবির সমন্বয়ে যৌথ টহল দল কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বিজয় ধর/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়