ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৪  
খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসী কায়দায় পাহাড়ীদের বাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজার মাঠে জড়ো হতে থাকে বান্দরবানে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা। সেখান থেকে ব্যানার ও প্লাকার্ড নিয়ে ‘বান্দরবানের সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। সেখানেই পরে বিক্ষোভ সমাবেশ করেন। 

সমাবেশে অংশেসিং মারমা, মাখিং মারমা, জন ত্রিপুরা, হিরো খেয়াং ও বিটন তংচংগ্যা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করলে, আদিবাসীদের অধিকার আদায়ে কথা বললে আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে উগ্রপন্থী কিছু সেটেলার বাহিনীর উস্কানিতে পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। যারা এসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতার আনার জন্য সরকারে প্রতি জোর দাবি জানাচ্ছি।’ 

বক্তারা আরও বলেন, ‘ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও পাহাড়ে কিছু সেটেলার বাহিনীর কারণে পাহাড়ে শান্তিপ্রিয় পাহাড়ি ও বাঙালি নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক হামলা শিকার হতে হয়েছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই।’

চাইমং/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়