ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৪
শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার

শরীয়তপুরে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া চরের আহাম্মেদ মাঝির কান্দি এলাকায় পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হওয়া থেকে রক্ষা পেতে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে পদ্মায়। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাইনপাড়া চরের আহাম্মেদ মাঝির কান্দি এলাকার হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙনের শিকার হয়েছে। গত দুই সপ্তাহ ধরে নদী ভাঙনের কারণে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন।

পদ্মার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ও গাছপালা। ভাঙনের হুমকির মুখে রয়েছে পাইনপাড়া মাঝিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজুল উলূম নূরানী মাদরাসাসহ অন্তত ৩০০ বাড়িঘর। অনেকেই পাশের এলাকা মঙ্গল মাঝির ঘাট এলাকায় আশ্রয় নিয়েছেন। 

আহাম্মেদ মাঝির কান্দি এলাকার আনোয়ার মাঝি বলেন, ‘আমার বাপের ৩০ বিঘা জমি আছিল। ২০ বিঘা জমি নদীতে নিয়া গেছে। এখন যে জমিতে ঘর আছিল, তাও নদীতে নিয়া যাইতাছে। আমি এহন বাপ-মা ও বাচ্চা নিয়া কোথাই যাইব। আমার ঠিকানা নাই। সরকার বাহাদুর আমাগো যেন আশ্রয় দেয় এই দাবি করি।’

একই এলাকার আনোয়ার হোসেন মস্তক বলেন, ‘ড্রেজার দিয়ে বালি কাটার কারণে আমাগো চরডা ভাইঙ্গা যাইতাছে। আমাগো ছয় ভাইর মিললা আসটো (আট) বিঘা জমি আছিল। বেশিরভাগ গাঙ্গে (নদী) নইয়া গেছে। সরকার একটা বেড়িবাঁধ দিয়া দিলে, আর ড্রেজার বন্ধ কোরলে আমরা বাঁচতাম।’ 

পূর্ব নাওডোবা ইউনিয়নের সমাজসেবক মান্নান ফরাজী বলেন, ‘পদ্মা সেতুর পূর্ব পাশে পাইনপাড়া চরে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা অবৈধভাবে খননযন্ত্রের সাহায্যে বালু তুলছেন নদী থেকে। এ কারণে আহাম্মেদ মাঝির কান্দি এলাকায় ভাঙন দেয়া দিয়েছে। গত দুই সপ্তাহে ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। তাই প্রশাসনের কাছে দাবি, অবৈধভাবে খননযন্ত্রের সাহায্যে বালু তোলা বন্ধ করা হোক।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘আহাম্মেদ মাঝির কান্দি এলাকায় নদী ভাঙনের স্বীকার (গত সপ্তাহে) ১৫০ জন পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পরিবারের তালিকা তৈরি করে সহযোগিতা করা হবে।’ 

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের (শরীয়তপুর পওর শাখা-৩) উপ-সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বনিক বলেন, ‘বিগত বছরগুলোতে পাইনপাড়া চর এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি। এ বছর জিও ব্যাগ ডাম্পিং করা হয়নি। পাইনপাড়া চর এলাকায় অর্থ বরাদ্দ চেয়ে আমরা কর্তৃপক্ষকে পত্র দিয়েছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ পেলে ভাঙন রোধে কাজ শুরু করা যাবে।’ 

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়