ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জৈন্তাপুরে বজ্রপাতে প্রাণ গেল দুজনের

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৪
জৈন্তাপুরে বজ্রপাতে প্রাণ গেল দুজনের

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তীব্র খরতাপের পর আকস্মিক ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে পৃথক স্থানে দুইজন নিহত হয়েছেন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

এসময় তিনি বজ্রসহ বৃষ্টি চলাকালে সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।


সর্বশেষ

পাঠকপ্রিয়