ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে ৩ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১৭ 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৪
ঝিনাইদহ সীমান্তে ৩ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১৭ 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য জানান। 

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। পরে তিনটি সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করে বিজিবি’র সদস্যরা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শাহরিয়ার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়